আমি অচিন গাঁয়ের কবি

আমি অচিন গাঁয়ের কবি, আমার কবিতায় আমি আঁকি তাই, আমার গাঁয়ের ছবি। আমার গাঁয়ের শীতলছায়ায়, জুড়ায় মন ও প্রাণ, প্রভাতে উঠি বৃক্ষশাখে শুনি, প্রভাতপাখির গান। আমার গাঁয়ে ভোরের হাওয়ায় বহে মৃদু সমীরণ, দিঘির জলে কমল ফোটে ভরে উঠে নয়ন মন।

Read More

ডুবে গেছে সূর্য, নামলো আঁধার

ডুবে গেছে সূর্য, নামলো আঁধার, বাঁশবাগানের ধারে, ক্লান্ত পাখিরা বাসায় ফেরে, নৌকা বাঁধা নদীর পারে। আকাশ ভরা রাতের তারা, ওঠে নিকো চাঁদ আকাশে, রাতের আঁধারে, সোনাইদিঘির বাঁকে জোনাকিরা হাসে। ডুবে গেছে সূর্য, নামলো আঁধার, নদীর ধারে শ্মশানঘাট, মন্দিরে বাজে পূজোর

Read More