আমার গাঁয়ের বনানীর ছায়া

­­­­­আমার গাঁয়ের বনানীর ছায়া লক্ষ্মণ ভাণ্ডারী   দিগন্তে বিস্তৃত ঐ সবুজ বনানীর ছায়, তরুর শাখায় বসি পাখিরা গান গায়। গাভীগুলি হাম্বারবে ডাকিছে বাছুরীরে, ধবল বলাকা উড়িছে অজয়ের তীরে।   ভাঙা পাঁচিলে বসে বনশালিকের ঝাঁক, উঠোনেতে কা কা করে এক দাঁড়কাক।

Read More