সিডনিতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

সিডনিতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অস্ট্রেলিয়াপ্রবাসী প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেল পুনর্মিলনী অনুষ্ঠান। গত ২ ডিসেম্বর ২০১৭ শনিবার সন্ধ্যায় প্রথমবারের মতো ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অস্ট্রেলিয়াপ্রবাসী প্রাক্তন শিক্ষার্থীরা অস্ট্রেলিয়া সিডনিতে এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। সিডনির রকডেল শহরতলীর রেডরোজ ফাংশন হলের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

নির্ধারিত সময়ের আগেই পরিবার-পরিজনসহ প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে সমবেত হতে থাকেন। তাদের সমাগমে মুখরিত হতে শুরু করে অনুষ্ঠানস্থল।

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানের প্রারম্ভে ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠে যাপিত শিক্ষাকালীন সময়ের স্মৃতিচারণ করেন প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। এসময় ‘চলো ফিরে যাই ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে’ শীর্ষক তথ্যচিত্র দেখানো হয় বড় পর্দায়। দূরদেশে এসেও মেডিক্যালের শিক্ষা জীবনের সেই সোনালি দিনের কথায় স্মৃতিকাতর হয়ে পড়েন উপস্থিত সকলে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের পরেই শুরু হয় মূল পর্ব। অস্ট্রেলিয়া প্রবাসী ময়মনসিংহ মেডিক্যালের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বয়োজেষ্ঠ ডাঃ কামাল ও সর্বকনিষ্ঠ ডাঃ রাশেদসহ অন্যান্য সকলে কেক কেটে অনুষ্ঠানটিকে স্মরনীয় করে তুলেন। এরপর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে ছিল একক ও দলীয় সংগীত। সবশেষে ছিল আকর্ষনীয় রাফেল ড্র।

অনুষ্ঠানের সমন্বয়ে ছিলেন ডাঃ জামীন,ডাঃ তিথী,ডাঃ নুরেন,ডাঃ রোবায়েত, ডাঃ লীনা, ডাঃ শোয়েব,ডাঃ সিন,ডাঃ নিতু,ডাঃ দিপু,ডাঃ নোমান এবং সমাপনী ব্ক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন ডাঃ মিহির।

আগামী দিনগুলোতে সকলের সার্বিক মঙ্গল কামনা করে ও প্রীতি নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

হ্যাপি রহমান
সিডনি,অস্ট্রেলিয়া
২১ ডিসেম্বর ২০১৭


Place your ads here!

Related Articles

বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলস (বিএমএস)-এর সপ্তম বার্ষিক সায়েন্টিফিক মিটিং ও সাধারন সভা

প্রতি বছরের মত এবারো অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলস (বিএমএস)-এর বার্ষিক সায়েন্টিফিক মিটিং,সাধারন সভা ও নৈশভোজ।এটি

প্রতীতির বর্ষবরণ ১৪২৪ | এ্যাশফিল্ড পার্ক

পৃথিবীর সব জনগোষ্ঠীরই নিজস্ব উৎসব আছে। এই উৎসবের মধ্যে দিয়েই মানুষরা একত্রে মিলিত হয়, পরস্পরের হৃদয় দিয়ে হৃদয়কে অনুভব করে;

টিপাইমুখ বাঁধ নির্মাণ পরিকল্পনার প্রতিবাদে অস্ট্রেলিয়া যুবদলের সমাবেশ

মোরশেদ, সিডনি থেকে: টিপাইমুখ বাঁধ নির্মাণ পরিকল্পনার ও এশিয়ান হাইওয়ের নামে ভারতকে করিডর দেয়ার সরকারি চেষ্টার প্রতিবাদে অস্ট্রেলিয়া যুবদলের উদ্যোগে

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment